ঈদুল আযহা নিয়ে উক্তি, স্ট্যাটাস ও বাণী

Photo of author

By admin

মুসলমানদের একটি বছরে দুটি আনন্দ উৎসব এর দিন রয়েছে। সেদিন দুটি হল ঈদুল ফিতর ও ঈদুল আযহা। ঈদুল ফিতর শেষ হওয়ার আড়াই মাস পর শুরু হয় ঈদুল আযহা। যাকে আমরা বলে থাকি কুরবানীর ঈদ। কোরবানির ঈদ আসার সাথে সাথে অনেক মানুষ আছে যারা কুরবানী দেওয়া নিয়ে ব্যস্ত থাকে।

আজকে আমরা তাদের জন্য কিছু বার্তা নিয়ে এসেছি। যে তারা আমাদের কাছে জানতে চেয়েছে ঈদুল আযহা নিয়ে উক্তি স্ট্যাটাস ও বাণী সম্পর্কে। আমরা চেষ্টা করব আপনাদের সবথেকে ভালো ঈদুল আযহা নিয়ে উক্তি ও বাণী স্ট্যাটাস গুলো আপনাদের সামনে তুলে ধরবো। তাই যদি মজার মজার এবং ভালো স্ট্যাটাস গুলো জানতে চান তাহলে নিচে দেওয়া পোস্টটি সম্পুর্ণ ভালোভাবে পড়তে হবে। আমি মনে করি আপনারা আপনাদের চাওয়া সকল তথ্য এখান থেকে পেতে পারবেন।

ঈদুল আযহা নিয়ে উক্তি

মানুষ ঈদুল আযহার দিন নামাজ পরে হালাল পশু করবানি করতে যায়। কেননা এই ঈদুল আজহাকে আমরা কুরবানি ঈদ বলে থাকি। এখানে যখন বিভিন্ন পশু কুরবানী করা হয় তখন অনেকেই আছে যাদের হাসিমুখটা খারাপ হয়ে যায়। তারা কান্না নিতে পারেন এসব পশু কুরবানী করা দেখি। তাই ঈদুল আযহা নিয়ে কিছু উক্তি আপনাদেরকে বলি।

  • ঈদুল আযহার দিনে যে পশু কুরবানী করা হবে তার তিন ভাগের এক অংশ সমাজে একাংশ নিজের এবং আরেক অংশ আত্মীয় স্বজনদেরকে দিতে হবে। এটা হল ইসলামের বিধির বিধান।
  • মেঘ বৃষ্টি রোদের দিন ইনভাইট করলাম ঈদের দিন, মিষ্টি মধুর হাসিতে ইনভাইট করলাম আসিতে, আসতে যদি না পারো, ঈদ মুবারক গ্রহণ করো।
    (ঈদুল আযহা)
  • ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ,,,,, মুছে যাক সকল দুঃখ-বেদনা। হৃদয় আজ হারিয়ে যাক হাসির বৃন্দাবনে…,,, রেখে যাবো তোমার হৃদয়ের কোণে….. ঈদ মোবারক,,,,…
  • আজ আমার প্রাণের সুখে প্রদীপ জ্বেলে প্রদীপ জ্বালায়, লক্ষ তারার মাঝে আলো, আকাশে আলো, আকাশে আলো। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা।

ঈদুল আযহা নিয়ে স্ট্যাটাস

মানুষ হলো সৃষ্টির সবচেয়ে সেরা জীব। কেননা মহান আল্লাহ তায়ালা বলেছেন পৃথিবী সৃষ্টি সকল কিছুই মানুষের কল্যাণের জন্য। তাই যখন প্রথম মানুষকে কুরবানীর কথা বলা হলো। তখন কেউ রাজি ছিলেন না। একমাত্র হযরত ইব্রাহিম আলাই সাল্লাম তার নিজের সন্তানকে কুরবানী করতে চেয়ে ছিলেন। আল্লাহ তাআলা তার ত্যাগ দেখে মহান আল্লাহতালা খুশি হন। তারপর বলে দেন পশু কুরবানী করার জন্য। সেই থেকে পশু কুরবানী করা শুরু হয়ে গেছে।

  • কুরবানী ঈদের পশু কটার সময় অবশ্যই ধারালো চাকু ব্যবহার করতে হবে। যাতে করে সেই পশু বেশি ব্যথা না পায় এবং কষ্ট যাতে না হয়। জব করার পর যাতে সে চাকু দিয়ে তার গলায় খোঁচা যেন না দেওয়া হয়। এরপর যখন প্রাণের চেয়ে ধুম চলে যাবে তারপর থেকে বাকি সব কাজ করতে হয়।
  • ঈদ মানে হাসি,,,, ঈদ মানে আশা। ঈদ মানে তোমার প্রতি আমার ভালবাসা। ঈদ মানে দূর আকাশে মিস্টি চাদের হাসি। ঈদ মানে সুক সাগোরা সোবাই মিলা ভাসি। ঈদুল আযহা শুভেছা,,, ঈদ মোবারক।
  • তোমার হাসিতে সুখে থেকো,,, হাসি যেমন ফুলে যায়। পৃথিবীর সব দুঃখ ভুলে যাক তোমায়,,,,,,,,,,,,2 হাত উড়ে আজ আকাশে পাখি হয়ে উঠি.. আজ তোমার খুশির ঈদ।
  • হাজার প্রতিকূলতার মাঝেও ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক নির্মল আনন্দ… *** সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা….. ঈদ মোবারক।

ঈদুল আযহা নিয়ে বানী

কুরবানি ঈদ বা ঈদুল আযহা নিয়ে মহান আল্লাহ তায়ালা ও নবী রাসূলগণ অনেক বাণী বলে গেছেন। সেগুলো অনেক বাণী রয়েছে যা আমরা জানিনা। তার মধ্যে কিছু বানী আছে যেগুলো হাদিস ও কুরআনের মধ্যে রয়েছে। তার কিছু বাণী সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব। যাতে করে আপনারা কিছু বাণী এখান থেকে পেতে পারেন।

  • মহান আল্লাহতালা বলেছেন কুরবানীর গোশত অবশ্যই প্রথম দিনেই খেয়ে ফেলতে এবং এতে যেন কোন জমানো না রাখে। নিজের প্রয়োজনে মত রেখে বাকিগুলো গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য। যেমন আপনি যেরকম খাবেন ঠিক সেই পর্যন্ত দেখে আর বাকিগুলো বিলিয়ে দেন এতে নিজেও সব পাবেন এবং বরকতময় হবে।
  • ঈদ আসছে,,, ভালো লাগছে,,,,, তাই বলতেই হবে,,,,, ঈদ মানেই আশার আলো। ঈদ মানে আশা, ঈদ মানে সুন্দর জীবন, সুন্দর ভালোবাসা… ঈদ মোবারক…
  • শপ্ন গুলো সত্যি হোক, সকল আশা পুরনো হোক। দু:খ দুরে যাক, সুখে জীবন ভরে যাক। জীবনটা হোক ধন্য, ঈদ মোবারাক তোমার জন্য। ঈদ মোবারাক!!
  • ইচ্ছে করে বলতে তোমায় সত্যি ভালোবাসি, বলতাম ঠিকই থাকলে তুমি আমার পাশাপাশি। কোন দূরেতে আছিস বন্ধু আয়না আমার কাছে, আজকের দিনে তোকে আমার পরছে খুব মনে। ঈদ মোবারক।
পরিশেষে

আশাকরি ঈদুল আযহা নিয়ে যত উক্তি স্ট্যাটাসে বাণী রয়েছে তা কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। যদি এর মধ্যেও কিছু জানার থাকে আমাদের কাছে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন। আমরা যথার্থ চেষ্টা করব আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য এবং নতুন নতুন তথ্য দেওয়ার জন্য। যদি আমাদের এই পোস্টটি ভাল লেগে থাকে তাহলে আমাদের সাথে থাকবেন। ভবিষ্যতে আরো নতুন নতুন তথ্য পাওয়ার জন্য। ধন্যবাদ আমাদের পোস্টটি সম্পূর্ণ দেখার জন্য।