ঘুষ নিয়ে উক্তি, স্ট্যাটাস ও বানী

Photo of author

By admin

বর্তমান সময়ের লোকজন সব থেকে বেশি দুর্নীতি করে এই ঘুষের কারণে। এই ঘুষ মানুষকে সুন্দর জীবন থেকে, ধ্বংসের দিকে ঠেলে দেয়। যারা সরকারি চাকরি করে তারা যদি ঘুষ না খেয়ে মানুষের উপকার করে তাহলে এ দেশটাকে শান্তিমুক্ত দেশ গড়ে তোলা যাবে। ঘুষ নিয়ে উক্তি, স্ট্যাটাস ও বাণী আপনাদের সামনে নিচে তুলে ধরব ।

আপনারাই জানেন যে ঘুষের কারণে অনেক ভালো ভালো ছেলেমেয়েরা সরকারি চাকরি করতে পারে না। ভালো রেজাল্ট করেও , ভালো ইন্টারভিউ দিয়েও, তারা এই চাকরিটি করতে পারে না। কারণ ঘুষ দিয়ে অন্য জনে চাকরিতে নিয়ে নেয়। তাই এই ঘুষের কারণে অনেক ভালো ভালো ছেলে মেয়েরা নষ্ট হয়ে যায়।

ঘুষ নিয়ে উক্তি

এখন ঘুষ মানুষকে অনেক বড় করতে পারে। কিন্তু এই ঘুষ কাউকে সম্মান দিতে পারে না। ঘুষ নিয়ে মানুষ জীবনে অনেক বড় কিছু করতে পারবে কিন্তু তার জীবন সুন্দর করতে পারবেনা। আমাদের এই বাংলাদেশ দুর্নীতি দেশ, আমাদের এই দুর্নীতি মুক্ত বাংলাদেশকে গড়ে তোলার জন্য আমাদের আইন-শৃঙ্খলা রক্ষা করতে হবে। আর আমাদের সরকারি কর্মকর্তাদের উচিত ঘুষ না খেয়ে তাদের ন্যায্য বেতন দিয়ে যেন কাজটি করে। এতে জনগণও সুবিধা পাবে এবং এই দেশ সামনের দিকে এগিয়ে যেতে পারবে।

  • যে বেশী সুদ খাবে, পরিণামে তার সম্পদ কমে যাবে। – ইবনে মাজাহঃ ২২৭৯
  • ঘুষ আদান-প্রদানকারী উভয়েই জাহান্নামে যাবে। – তাবরানি
  • সততা দরজায় দাঁড়িয়ে ধাক্কা দেয় এবং ঘুষ প্রবেশ করে। – বার্নাবে রিচ
  • “কিন্তু বাংলাদেশী আমলারা সাধারণত ঘুষ গ্রহণের জন্য খুব গর্বিত, যা আমি যখন গ্রেপ্তার নই তখন আমি প্রশংসা করি।”
    – তাহির শাহ,

ঘুষ নিয়ে বিখ্যাত লোকের স্ট্যাটাস

শুধু যে সরকারি চাকরিজীবী ঘুষ খেয়ে থাকে তা নয়। অনেক মানুষ আছে যারা ঘুষ খেয়ে তাদের জীবন পরিচালনা করে। আর এই ঘুষের কারণে অনেক মানুষের অনেক ক্ষতি হয়, কারণ তাদের অনেক কষ্টের টাকা ঘুষের মাধ্যমে দিয়ে দিতে হয়। ঘুষের কারণে মানুষের অনেক অধিকার থেকে বঞ্চিত হতে হয়। দরিদ্র মানুষের সম্পত্তি অধিকার থেকে বঞ্চিত হতে হয়।

  • “ভাল কাজ করতে, আপনাকে ঘুষ দিতে বাধ্য করা হয় এবং ভাল হতে, আপনাকে দান করতে বাধ্য করা হয়”
    – পিএস জগদীশ কুমার
  • ঘুষ ছোট কিন্তু অপরাধ বড়।
    এডওয়ার্ড কোক
  • আল্লাহর দ্বীনে কোনো সুদ নেই। – হযরত ওমর (রাঃ)
  • আল্লাহ কেনাবেচা তথা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। – সূরা বাকারাঃ ২৭৬

কারণ তারা ঘুষের টাকা দিতে পারে না। তাই তাদের সম্পত্তি অন্যজনের ভোগ করে। এভাবে চলতে থাকলে দুর্নীতি মুক্ত দেশ আমরা গড়ে তুলতে পারব না। তাই আমাদের উচিত দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে মানুষকে ঘুষ থেকে বিরত থাকতে হবে।

ঘুষ নিয়ে বাণী

অনেক বড় বড় লোকের মানুষ আছে যারা বলেছেন যে ঘুষ খেয়ে যদি বড় হওয়া যেত তাহলে আমরা আর এত কষ্ট করে এত পরিশ্রম করে টাকা উপার্জন করে এত বড় হতে পারতাম না। আমরা তাহলে ঘুষ খেয়েই অনেক বড় মাপের মানুষ হয়ে যেতাম। তা জানেন যে ঘুষ খেয়ে অনেক টাকা উপার্জন করা যায় কিন্তু সম্মান পাওয়া যায় না। তাই তারা ঘুষ কে তাদের থেকে অনেক দূরে রেখেছেন যাতে ঘুষ তাদের জীবনকে নষ্ট করে না দেয়।

  • প্রকৃতপক্ষে, ঘুষ, পক্ষপাতিত্ব এবং বিভিন্ন ধরনের দুর্নীতি শুধু রাজনীতিতেই নয়, সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়েছে। – ডেভিড ম্যাককালো
  • দুর্নীতি ঘুষ নয়, ঘুষই দুর্নীতি। – অলিক আইস
  • কজন রাজাকে অস্ত্রের জোরে পরাস্ত করা ঘুষের চেয়ে কম লজ্জাজনক । – স্যালুস্ট
  • যে ব্যক্তি প্রশাসনিক ক্ষেত্রে ঘুষ গ্রহণ করবে, তার ও বেহেশতের মাঝে সেই ঘুষ বাধা হয়ে দাঁড়াবে। – আবদুর রহমান বিন আওফ (রাঃ)
পরিশেষে

ঘুষ নিয়ে উক্তি স্ট্যাটাস ও বাণী আপনাদের সামনে কিছু সংক্ষিপ্ত কথা তুলে ধরলাম। আরো অনেক ধরনের উক্তি রয়েছে যা আমরা আপনাদের সামনে পরের পোস্টে তুলে ধরব। আশা করি আপনাদের আমাদের এই পোস্টটি পড়ে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমাদের এই পোস্টটি ফলো করুন। ধন্যবাদ আপনার মূল্যবান সময় এখানে দেওয়ার জন্য।