স্বদেশ প্রেম নিয়ে উক্তি, স্ট্যাটাস ও বাণী

স্বদেশ প্রেম নিয়ে উক্তি

আপনারা যারা স্বদেশ প্রেম নিয়ে উক্তি স্ট্যাটাস ও বাণী খুজতেছেন তাদের জন্য আবারো নিয়ে আসলাম কিছু সুন্দর কথা। স্বদেশ প্রেম হল দেশের প্রতি অনুরাগ ও ভালোবাসার বোধগম। একটি পাখি যেমন ভালোবাসে তার বাসাকে। ঠিক তেমনি দেশের মানুষও তার ভালোবাসে তার দেশকে। স্বদেশ ও তার মাটি মায়ের মত অপার স্নেহ লালন করে রাখে দেশের মানুষকে। যা প্রত্যেক মানুষই তার স্বদেশকে খুব ভালোবেসে থাকে।

মানুষ কোন ক্ষুদ্র ভূখণ্ডে বা অখ্যাত পল্লীতে জন্ম নেয়। তিনি তার বাল্য কৈশোর সে জন্মভূমিতে কাটায়। জীবনের সাথে জন্মভূমির স্মৃতি এক সূত্রে বাঁধা হয়ে থাকে তারা সারাটা জীবন। তাই পরবর্তী জীবনে শহরবাসী হয়ে বা অনত্র গমন করেও সদস্য কথা কেউ কখনো ভুলতে পারে না। কেননা প্রত্যেকটা মানুষই তার স্বদেশের প্রতি একটি ভালোবাসা থেকে যায়। সে তার দেশ থেকে যেখানে চলে যাক না কেন নিজের মায়ের মাত্রভূমি কে কখনো ভুলতে পারে না।

স্বদেশ প্রেম নিয়ে উক্তি

বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্ত পাশ্চাত্য স্বপ্নবিলাসী ছিলেন। দেশ ছেড়ে তিনি ইউরোপে গিয়েছিলেন আত্মার পরিপূর্ণ শান্তি প্রত্যাশায়। কিন্তু সেখানে গিয়ে তিনি বুঝতে পেরেছিলেন যে দেশের মাটি মানুষ প্রকৃতি যে কত প্রিয়। তাই বিদেশে অবস্থানকালে তিনি কপোতাক্ষ নদকে লক্ষ লক্ষ করে বলেছিলেন যে। নিজ দেশী অনেক ভালো এবং আরামদায়ক। এই কথা নিয়ে কিছু উক্তি নীতি দেওয়া হল।

  • স্বদেশের উপকারে নাই যাহার মন, ‘কে বলে মানুষ তাহারে ?’- সে যে পশু একজন।
  • সমগ্র পৃথিবী হল আমার দেশ, সমস্ত মানবজাতি আমার ভাই আর তাই ভাল কাজ করা আমার ঐকান্তিক ধর্ম ।
  • দেশপ্রেম হৃদয়ের এক সূক্ষ্ম আবেগ।একজন মানুষ দেশপ্রেমিক তখনই হতে পারে যদি তার হৃদয়ে দেশের প্রতি সত্যনিষ্ঠা এবং সৎ ভালোবাসা থাকে।
  • দেশপ্রেম মানে ধ্বজা ওড়ানো বা পতাকা উত্তোলন করা নয় ;দেশকে ধার্মিক ও শক্তিশালী করে তোলার প্রচেষ্টা চালিয়ে যাওয়া ই হল প্রকৃত দেশপ্রেম ।

স্বদেশ প্রেম নিয়ে স্ট্যাটাস

আমাদের মহানবী হযরত মুহাম্মদ (সঃ) বলেছেন আপন দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। প্রাচীনকালের পুরাণ মহাকাব্য ও ইতি কাহিনীতে আমরা দেখতে পাই দেশকে ভালোবাসার জন্য মানুষ কত প্রাণ দিয়েছে। রাক্ষস রাজা রাবণের পুত্র ইন্দ্রজিৎ রাজা রামচন্দ্র ও লক্ষণের আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য মৃত্যুবরণ করেছে। এই প্রেক্ষিতে কিছু স্ট্যাটাস দেওয়া হল।

  • দেশপ্রেম আর জাতীয়তাবাদের তাৎপর্য এক নয়, কারণ দেশ কে ভালোবাসা এবং দেশেকে পূজা করার মধ্যে পার্থক্য আছে।
  • জন্মভূমির মাটিতে স্বাধীনভাবে বেঁচে থাকার মত প্রশান্তি বিরল।
  • দেশ কে ভালবাসা এক সহজাত অনুভূতি । প্রতিটি মানুষের অন্তরে এ অনুভব উজ্জ্বল আলাের মতাে জাগ্রত থাকে।
  • ওগো আমার প্রিয় দেশের মাটি ,তোমার মাঝেই লুকিয়ে আছে আমার আত্মা ; তুমিই আমার মা , আমার সকল আসা, আমার সমগ্র জীবন।

স্বদেশ প্রেম নিয়ে বাণী

আজকাল এক শ্রেণীর মানুষ আছে যারা দেশ প্রেমের পোশাক পরে নিরীহ জনগণকে ধোকা দিচ্ছে। তারা তাদের হীন স্বার্থকে চরিতার্য করার জন্য জনগণকে স্বদেশের প্রতি উপগ্রহ মতবাদ দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে। তাদের হৃদয় কোন দেশে প্রেমের চিহ্ন নেই আসে শুধু হৃদয়ের প্রেম। তাই বিখ্যাত কিছু মনীষীদের মতে স্বদেশপ্রেম নিয়ে কিছু বাণী নিচে দেওয়া হল।

  • স্বাধীনতা হল এক অমূল্য উপহার যা আমাদের দিয়েছে বীর স্বাধীনতা সংগ্রামীরা নিজের দেশকে অদম্য ভালোবেসে।
  • প্রতিটি জাতির মানুষজন ই নিজেদের অন্যদের চেয়ে শ্রেষ্ঠ মনে করে যা দেশপ্রেম অথবা যুদ্ধের কারণ।
  • তুচ্ছাতিতুচ্ছ কারণে হত্যা করতে এবং নিহত হতে রাজি হওয়াই হল প্রকৃত দেশপ্রেম।
  • স্বাধীন দেশের নাগরিক হওয়াই দেশবাসীকে দেয় প্রকৃত গৌরব।
পরিশেষে

১৯৭১ সালে আমরা দেশপ্রেমে উদ্ভূত হয়ে মুক্তিযুদ্ধ ছাপিয়ে পড়েছিলাম। সেদিন আমাদের প্রধান অস্ত্র ছিল স্বদেশের প্রতি ভালোবাসা। যদি সেদিন আমাদের সদস্যের প্রতি ভালোবাসা না থাকতো তবে আমরা সবাই মিলে এ দেশকে স্বাধীন করতে পারতাম না। তো এই ছিল আমাদের আজকের এই পোস্টটি। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে থাকুন এবং পরবর্তী পোষ্টের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top