আপনারা হয়তো সকলে জানেন যে টি-টোয়েন্টি খেলা জাঁকজমকপূর্ণ একটি খেলা। এ খেলা শুরু চার ছক্কার হইচই হয়ে থাকে। এবং দর্শকরা শুধু টি-টোয়েন্টি খেলা দেখতে আসে চার ছক্কা দেখার জন্য। তাই এবারেও তো সুখে যখন নেপালে তে টি-টোয়েন্টি খেলা দেখতে গিয়েছিল। তখন তাদের খেলাটি দেখে মনটা জুড়ে গিয়েছিল। কারণ ম্যাচটি ছিল দেখার মতো। মনে হতো যেন হাইলাইট খেলা দেখা হচ্ছে।
ইতিহাস গুলো নেপাল দল কারণ টি-টোয়েন্টিতে কোন দলে এমন রান করতে পারেনি। তার কারণ হলো ২০২৩ সালে এশিয়ান গেমসের মধ্যে নেপাল দল টি-টোয়েন্টি ইতিহাস তৈরি করেছে। কারণ এই ম্যাচটিতে ছিল টি-টোয়েন্টিতে সর্বাধিক রান যা ৩১৪ রান করা হয়েছিল। যা কোন প্রথম দল হিসেবে এই টি-টোয়েন্টিতে এত রান করতে পেরেছি। তাই আপনাদেরকে বলে দিব কে এই ম্যাচটিতে কি রকম রান করেছে তার সকল তথ্য দিয়ে দিব।
টি-টোয়েন্টিতে ইতিহাস গড়ল নেপাল দল
বর্তমানে টি-টোয়েন্টি ক্যারিয়ারের মধ্যে সবথেকে বেশি রেকর্ড বললেন এই নেপাল দলেরা। যা ছিল মঙ্গলিয়াদের বিরুদ্ধে টি-টোয়েন্টি খেলা প্রথম দুর্দান্ত অর্ধশত এবং শত রানের মাইলফল। এখানে অনেক প্লেয়ারই আছে যারা ভালো খেলেছে। তাদের মধ্যে কুশল মাল্লা ৩৪ বলে সেঞ্চুরি হাকিয়েছেন। এবং নয় বলে অর্ধশত রানের রেকর্ডটি করেছেন দিপেন্দ্র সিং। যা ইতিহাসে এখন বিরল হয়ে পড়বে। এ রেকর্ডগুলো ভাঙ্গা একদম অসম্ভব হয়ে পড়বে। এই রেকর্ডগুলো নেপালের প্লেয়াররা যেভাবে করেছেন তা ইতিহাসের পাতায় লেখা থাকবে।
এশিয়ান গেমস ২০২৩-এ নেপাল দল ইতিহাস তৈরি করেছে
এবার এশিয়ান গেমসের মধ্যে ২০২৩ সালে নেপাল দল যে সকল বিষয় ইতিহাস করেছেন তার কিছু সামারি আপনাদের নিচে দিয়ে দিলাম। যাতে করে আপনারা এ সকল রেকর্ড গুলো ভালোভাবে দেখতে পারেন যে কে কোন বিষয়ে ভালো রেকর্ড তৈরি করেছে। এ সম্পর্কে যাবতীয় কিছু সুন্দর সুন্দর সামারি আপনাদের সামনে তুলে ধরলাম নিচে। যাতে করে এসে সকল রেকর্ড গুলো আপনারা সহজে দেখতে পারেন এবং বুঝতে পারেন।
- টি-টোয়েন্টিতে 300 রান করা প্রথম দল।
- T20I তে সর্বকালের সর্বোচ্চ টোটাল (314 )।
- দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি – কুশল মাল্লা (34 বল)
- দ্রুততম টি-টোয়েন্টি ফিফটি – দীপেন্দ্র সিং (9 বল)
- পরপর ৬টি ছক্কা।
- এক ইনিংসে সর্বাধিক ছক্কা (26 টি)।
- এক ইনিংসে সেরা স্ট্রাইক রেট (দীপেন্দ্র দ্বারা 520)।
কুশল মাল্লা ৩৪ বলে সেঞ্চুরি
টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে এবার এশিয়ান গেমসের মধ্যে সবথেকে ইতিহাস গড়লো কুশল মোল্লা। চিনি কিনা এ রিপোর্টটি আগে কেউ করতে পারেনি। কুশল মোল্লা ৩৪ বলে এক দুর্দান্ত টি-টোয়েন্টি সেঞ্চুরি তৈরি করলেন। যা আগে কেউ এইরকম রেকর্ড করতে পারেনি। তাই এবার টি-টোয়েন্টিতে সেরা প্লেয়ার হিসেবে নাম থাকবে কুশল মোল্লার।
দীপেন্দ্র সিং ৯ বলে হাফ সেঞ্চুরি
বর্তমান সময়ে সবথেকে সেরা প্লেয়ার হিসেবে খেতে হয়েছেন দীপেন্দ্র সিং। অনেক আগে সবচেয়ে কম বলে ওদের সাথে রান তৈরি করতে পেরেছিলেন ইন্ডিয়ার যুবরাজ সিং। যায়রে করতেছিল ১২ বলে অর্ধশত রান। কিন্তু এ রেকর্ডিং ভাঙল ১৬ বছর পর নেপালে দিব্যেন্দু সিং যা নয় বলে অর্ধশত রানটি করেছেন। তিনি করেছেন পরপর ছয়টি ছক্কা একই ওভার। তাই তিনি ইতিহাসের পাতায় তার নিজের নামটি লিখে ফেললেন।
পরিশেষে
তো আশা করছি আমরা আপনাদের এশিয়ান গেমসে যেতে দেশের ইতিহাস গড়ার কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরতে পেয়েছি। যদি আমাদের এই পোস্টটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাইকে দেখার সুযোগ করে দিন। এবং এরকম আরো নতুন নতুন খবর পেতে আমাদের সাথে থাকুন। কেননা আমাদের এই পেজটিতে সব সময় সকল খেলার এবং যাবতীয় সকল বিষয়ের আপডেট খবর দেওয়া হয়। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।